
চট্টগ্রাম : জেলার বাঁশখালী থানার বিভিন্ন এলাকায় দুই দিনের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবাসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. নুরুল হুদা প্রকাশ পুইন্যা (৫০), লায়লা বেগম (৫০), মো. শফিকুল (২৬), নুরুল হুদা, শফিক, মুহাম্মদ শাহেদ হোসাইন, রাখাল দাশ, নুরুল আলম ও বিপন দাশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, বাশখালী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
এর মধ্যে গতকাল সকাল সোয়া ১০টার দিকে পূর্ব পুঁইছড়ি বসর বাড়ি থেকে মো. নুরুল হুদাকে দেশে তৈরি দুইটি এলজিসহ এবং গত বুধবার অভিযান চালিয়ে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ লায়লা বেগম ও মো. শফিকুলকে গ্রেফতার করা হয়।
এছাড়াও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত পলাতক ছয় আসামিকেও গ্রেফতার করা হয়।