মৃত্যুর দুঃসংবাদ নেই চট্টগ্রামে, করোনা শনাক্ত হয়নি একজনও

ছবি প্রতীকী
ছবি প্রতীকী

চট্টগ্রাম : চট্টগ্রামের কোথাও শনাক্ত হয়নি করোনা রোগী। নেই করোনায় মৃত্যুর সংবাদও। দীর্ঘ ১৯ মাস পর আজ বলাচলে অতিমারি করোনা জয় করেছে চট্টগ্রাম।

সোমবার (২২ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে একজনেরও করোনাভাইরাস শনাক্ত হয়নি। নগর ও উপজেলায় কেউ মারাও যায়নি।

এর আগে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত এবং ১১ জুলাই প্রথম মৃত্যু হয় চট্টগ্রামে।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৫০ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৫০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩০০ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩০ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

শেয়ার করুন