
মিরসরাই: উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টারের মা রাবিয়া খাতুন আর নেই। সোমবার (২৯ নভেম্বর) সকালে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। মৃত্যুর আগে তিনি বার্ধক্যজনিত রোগে এভার কেয়ার হাসপাতাল ভর্তি হয়েছিলেন।
সোমবার (২৯ নভেম্বর) দুপুর ২ টায় সময় উপজেলার মস্তানগর শাহ্ কালা জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবস্থানে রাবেয়া খাতুনের দাফন সম্পন্ন হবে।
মৃত্যুকালে রাবেয়া খাতুনের, ১ ছেলে ও ৭ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
রাবেয়া খাতুনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন ব্যবসায়ী ও রাজনীতিবিদ, সাংবাদিক মহল। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত