

দেশ এবং দেশবাসীর সেবা করে যেতে চান, কেবল কাগজে-কলমে ক্ষমতায় থাকতে চান না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেটাই তার লক্ষ্য। এমনটাই দাবি করেছেন তিনি।
রবিবার (২৮ নভেম্বর) নিজের মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ 'আয়ুষ্মান ভারত প্রকল্প' এর মাধ্যমে সুবিধা পাওয়া এক ব্যক্তির সঙ্গে কথা বলেন মোদি।
রাজেশ কুমার প্রজাপতি নামের ৪৯ বছরের ওই ব্যক্তি জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আয়ুষ্মান কার্ডের আওতায় তার চিকিৎসা হয়েছে। সেই কার্ড না থাকলে প্রচুর খরচ পড়ত।
কিন্তু তার এক টাকাও খরচ হয়নি। মোদিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "আপনি যে আয়ুষ্মান কার্ড বানিয়েছেন, তার জন্য যে কীভাবে ধন্যবাদ জানাব আপনাকে! আয়ুষ্মান কার্ডের ফলে প্রচুর গরিব মানুষ উপকৃত হচ্ছে। আপনি দীর্ঘায়ু হোন। দীর্ঘদিন ক্ষমতায় থাকুন।’
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর দিয়ে বলা হয়ঃ
ওই ব্যক্তির শুভেচ্ছার জবাবে মোদি বলেন, ‘রাজেশজি (রাজেশ কুমার প্রজাপতি), আপনি আমায় ক্ষমতায় থাকার জন্য শুভকামনা জানাবেন না। আমি আজও ক্ষমতায় নেই। ভবিষ্যতেও ক্ষমতা দখল করতে চাই না। আমি শুধু সেবা করে যেতে চাই। আমার কাছে এই পদ, এই প্রধানমন্ত্রী-এইসব ক্ষমতার জন্য নয়। এটা সেবার জন্য।’
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত