মিরসরাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি

মিরসরাইয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি

মিরসরাই (চট্টগ্রাম) : সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রথম ধাপে প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৪শ টাকা করে, ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ১৫জন শিক্ষার্থীর প্রত্যেককে ৬ হাজার টাকা করে এবং ১০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল উপহার দেয়া হয়েছে।

আরো পড়ুন : বেঁচে থাকার জন্য পরিবেশ রক্ষার কোন বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী
আরো পড়ুন : র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ ২জন নিহত চকরিয়ায়

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন প্রমুখ।