সিআরবিতে ৩ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন্দর

সিআরবিতে ৩ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন্দর
সিআরবিতে ৩ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন্দর

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন জমির (সিআরবি) অবৈধভাবে গড়ে উঠা অন্তত ৩টি স্থাপনা উচ্ছেদ করেছে বন্দর কর্তৃপক্ষ। বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টাব্যাপী চলা অভিযানে উচ্ছেদ করা হয় ৩ টি সেমিপাকা কাঠামো।

অভিযানের নেতৃত্ব দেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি ও সহকারী ভূমি ব্যবস্থাপক মুহাম্মদ শিহাব উদ্দিন।

আরো পড়ুন : হেলিকপ্টার বিধ্বস্ত : ভারতের প্রতিরক্ষা প্রধানসহ নিহত ১৩

আলাপকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি জানান, তাদের কাছে তথ্য আসে নগরীর টাইগার পাস সিআরবিতে সংরক্ষিত চবক চেয়ারম্যান বাংলোর আশেপাশে বেশ কিছু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।

তথ্যমতে অভিযান পরিচালনা করে সংরক্ষিত এলাকা থেকে ৩ টি সেমিপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। বন্দরের জমি রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

একটি স্কেভেটর ও একটি ফর্কলিপ্ট ব্যবহার করে ১৫ জন পুলিশ ও ২৫ জন আনসার সদস্যের সহায়তায় ১০ জন শ্রমিক উচ্ছেদ অভিযানে অংশ নেন। এসময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট অন্যান্য কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন