[caption id="attachment_7878" align="aligncenter" width="576"]
সভাপতি সালাউদ্দিন, সম্পাদক কাজল[/caption]
চট্টগ্রাম : পাহাড়তলী হাজী ক্যাম্প এলাকায় সোতোকান কারাতে স্কুলের (২০১৭-২০১৯) কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা ২৬ মে (শুক্রবার) সকাল ৯ টায় হাজী ক্যাম্প কারাতে প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
কারাতে প্রশিক্ষক এম.এ.হান্নান কাজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপিত্ব করেন এম. সালাউদ্দিন খোকন।
সভায় এডভোকেট মো. আব্দুস সাত্তার সারোয়ারকে প্রধান উপদেষ্টো, এম সালাউদ্দিন খোকনকে সভাপতি, মো. আব্দুল হান্নান কাজলকে সাধারণ সম্পাদক নিবার্চিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শিবুশীল, মো. আলী আকবর, মনির আহম্মদ, জাকির হোসেন, সাইফুল ইসলাম, রুহুল আমিন, মাহবুবুর রহমান, মিজানুুর রহমান, হোসনে আরা হ্যাপী, আসমা আক্তার, মুক্তা আক্তার, জান্নাতুল ফেরদৌস, নুর জাহান মেহেরিন, রাজিব, তৌহিদ, আকবর খান ইমন, মাসুদ রানা, মেঘলা, প্রজ্ঞা।
কমিটি গঠনশেষে আগামী ৯ জুন শুক্রবার কমিটির অভিষেক ও ইফতার মাহফিলের সিন্ধান্ত গৃহীত হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত