গোসাইলডাঙ্গা হাইফ্লাইয়ার জোন’র নতুন কমিটি গঠন; সভাপতি চন্দন সম্পাদক রুমন

হাকিম মোল্লা : গোসাইলডাঙ্গা হাইফ্লাইয়ার জোন এর  সকল সদস্যদের অংশ গ্রহণে গত ১৭ ডিসেম্বর এক  আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

সভায় উপস্থিত সবার আলোচনার ভিত্তিতে‌ আগের কমিটির জন্য আমাদের ক্লাবে একটি উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে।

গোসাইলডাঙ্গা হাইফ্লাইয়ার জোন এর ‌নতুন কমিটি ২০২১ ইং এর উপদেষ্টা মন্ডলীর মধ্যে রয়েছেন,প্রধান উপদেষ্টা: ওস্তাদ মিলন চৌধুরী।

উপদেষ্টাগণ হলেন,আশিষ সিকদার,করিম খান,
মাসুদ আলম,কায়সার হামিদ,মোহাম্মদ পিন্টু, সঞ্চয় খান, আকতার হোসেন, মোহাম্মদ মুরাদ,
মোহাম্মদ ইমতিয়াজ মামুন, মোহাম্মদ হোসেন রাজু, মোহাম্মদ নাদিম শরীফ মুন, মোহাম্মদ আসিফ চৌধুরী, মোহাম্মদ বাবলু।

নির্বাচিত নতুন কার্যকরী কমিটির মধ্যে রয়েছেন,    সভাপতি : চন্দন শর্মা, সহ-সভাপতি: (১) মোহাম্মদ দুলাল, (২) রানা চৌধুরী। সাধারণ সম্পাদক: মোহাম্মদ রুমন। যুগ্ম সাধারণ সম্পাদক: (১) সুশান্ত দাশ, (২) মোহাম্মদ সোহেল। সাংগঠনিক সম্পাদক: আশফাক বিন হেলাল। অর্থ সম্পাদক: মোহাম্মদ সাজ্জাদ হোসেন। প্রচার সম্পাদক: মেহেদী হাসান প্রেম।  কার্যনির্বাহী সদস্য : ইমামুন ইমাম। সদস্যরা হলেন, অনিক ঋষি দাষ, রাজ কিশোর চৌধুরী।

মূলত  চট্টগ্রাম মহানগরীতে কয়েকজন সৌখিন কবুতর খামারিদের একটি সংগঠন হাইফ্লাইয়ার জোন।

নির্বাচিত নতুন কার্যকরী কমিটির  সভাপতি : চন্দন শর্মা জানান, বাড়িতে কবুতর পালন একটা আলাদা মজা। শখের কারণে কবুতর পালন করে এখন কবুতর খামারি হয়ে গেছি। প্রত্যেক বেকার যুবক বাসা বাড়িতে, ছাদের ওপর কবুতর পালন করলে নিজেরা লাভবান হবে। পরিবারে আসবে স্বচ্ছলতা।

তিনি বলেন, যারা মাদকাসক্ত হয়ে গেছে, বিষণ্নতায় ভুগছেন তারা কবুতর পালনের দিকে মনোযোগী হলে মন থেকে সব অপরাধ বোধ দূরে চলে যাবে। ফিরে পাবে স্বাভাবিক জীবন। তাই প্রত্যেককে কবুতর পালনের দিকে ঝুঁকে পড়া জরুরি। কাজে ব্যস্ত থাকলে অপরাধবোধ হ্রাস পায়।

তিনি আরও বলেন, আগামীতে আমরা এই কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করব।

এই কবুতর পালনকে ঘিরে চট্টগ্রাম শহরের বিভিন্ন হাটে বসে কবুতর বাজার। সফল কবুতর চাষীরা এই কবুতর বাজারের উদ্যোক্তা। উদ্যোক্তারা বাজারের মাধ্যমে কবুতর পালন সবার মাঝে ছড়িয়ে দিয়ে দিনদিন কবুতর পালনের দিকে লোকজনকে আকৃষ্ট করছে।

নয়াবাংলা/এইচএম/কা

শেয়ার করুন