ডা. রফিকুল মাওলা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ডার্মাটোলজির বোর্ড মেম্বার নির্বাচিত

চট্টগ্রাম মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ রফিকুল মাওলা

চট্টগ্রাম মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ রফিকুল মাওলা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ডার্মাটোলজির বোর্ড অব ডিরেক্টরস-এর মেম্বার নির্বাচিত হয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এই মর্যাদার অধিকারী হলেন। আগামী ২০২১-২০২৫ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ডার্মাটোলজি চর্মরোগ বিশেষজ্ঞদের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক সংগঠন।

যুক্তরাষ্ট্রের লস এনজেলসের নিউ অরলিয়েন্সে এর সদর দপ্তর অবস্থিত। ইতোপূর্বে প্রথম বাংলাদেশি চর্ম রোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ ডার্মাটোলজির ২০২১, মেলবোর্ন এ অ‍্যাম্বেসডর নিযুক্ত হন।

উল্লেখ্য, চর্মরোগ বিজ্ঞান গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আমন্ত্রিত বক্তা ও অনেক আন্তর্জাতিক বৈজ্ঞানিক অধিবেশনে সভাপতিত্ব করেন। বর্তমানে তিনি জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজির বিশেষজ্ঞ কমিটির সদস্য এবং বাংলাদেশ ডার্মাটোলজিকেল সোসাইটির বৈজ্ঞানিক কমিটির চেয়ারম্যান

নয়াবাংলা/এইচএম

শেয়ার করুন