বারকোড প্রেজেন্টস চট্রগ্রাম মাউন্টেন বাইক চ্যাম্পিয়নশীপ ৩০-৩১ ডিসেম্বর   

বারকোড প্রেজেন্টস চট্রগ্রাম মাউন্টেন বাইক চ্যাম্পিয়নশীপ উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সাজনান মোহাম্মদ । ছবি – আব্দুল হান্নান কাজল

বিজয়ের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সোনাকনিয়া ইউনিয়নের তারা খোলাতে আগামী ৩০-৩১ ডিসেম্বর ২০২১ তারিখে সারা বাংলাদেশ থেকে ৯৪ জন মাউন্টেন বাইক রেসার নিয়ে বারকোড প্রেজেন্টস চট্রগ্রাম মাউন্টেন বাইক চ্যাস্পিয়নশপি-২০২১ আয়োজন করতে যাচ্ছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে বারকোড প্রেজেন্টস চট্রগ্রাম মাউন্টেন বাইক চ্যাম্পিয়নশীপ উপলক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি অবগত করেন  সাজনান মোহাম্মদ ।

রেস বাংলাদেশ এর আয়োজনে সারা বাংলাদেশে বাইসাইকেল রেস আয়োজনের তৃতীয় জেলা হিসেবে চট্রগ্রামে আয়োজন হতে যাচ্ছে।

পরিবেশ বান্ধব সাইকেল ব্যবহারের প্রচার এবং তরুণ সমাজকে সুস্থ থাকার জন্য সাইক্লিং এ আগ্রহী করে তোলার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে চট্রগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন আয়োজকরা।

নয়াবাংলা/এইচএম

শেয়ার করুন