জন্মজয়ন্তী ও ফল উৎসবে বক্তারা
রবীন্দ্র-নজরুল-সুকান্তদের সৃষ্টিকর্ম বাঙালি জাতির আলোর দিশারী

রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও ফল উৎসবে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’_এই দীপ্ত শ্লোগানে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগরীর কমিটির আওতাধীন শাখা আসর সীতাকুন্ডস্থ মেঘমল্লার খেলাঘর আসর আয়োজন করেছে রবীন্দ্র নজরুল সুকান্ত জন্মজয়ন্তী ও দেশজ ফল উৎসব ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা।

শুক্রবার (২৬ মে)  জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী।

আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক প্রবীর দেবনাথ, সাংবাদিক লিটন কুমার চৌধুরী, সাংবাদিক শেখ সালাহ্ উদ্দিন, উন্নয়ন সংগঠক নাছির উদিন অনিক, স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতা উপ-পরিষদের আহবায়ক সমীরণ ভট্টাচার্য্য, সংগীত শিল্পী মানু মজুমদার, করবী দাশ ও নৃত্যশিল্পী রবিন হোসেন লিটন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল খালেক রুবেল, অমর শীল, প্রিয়তম নন্দী, ননী ঘোষ, পথিক চৌধুরী, জ্যাকি শ্যাম, উজ্জ্বল নাথ, অনুপম শীল, কমল নাথ ও মো. ফারুক প্রমুখ।

দিনব্যাপী সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় কয়েকশ প্রতিযোগি অংশ নেয়। বিকালে অনুষ্ঠিত হয় আসরের ভাই-বোনদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশজ ফল বিতরণ।

আসর সভাপতি তপন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত পালের সঞ্চালনায় সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা।

রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও ফল উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করছেন মেঘমল্লার খেলাঘর আসরের ভাইবোনেরা। ছবি : নয়াবাংলা

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জরিনা আখতার। প্রধান আলোচক খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক এ কে এম সিরাজুল ইসলাম। আলোচনায় অংশ নেন সহ সভাপতি কবি আশীষ সেন, গল্পকার দেবাশিস ভট্টাচার্য, চট্টগ্রাম মহানগরীর যুগ্ম সম্পাদক মোরশেদ আলম চৌধুরী, সম্পাদক সাবেকুন নাহার ঝর্ণা, ইউসুফ সোহেল। স্বাগত বক্তব্য রাখেন, অধ্যাপক উত্তম চৌধুরী।

আলোচনায় বক্তারা বলেন, বরীন্দ্র-নজরুল-সুকান্ত বাঙালি জাতির জীবনে আলোর দিশারী। তাঁদের সৃষ্টিকর্মে উঠে এসেছে দেশপ্রেম, অসাপ্রদায়িকতা আর মানবতার জয়গান। শুধু সাহিত্যে নয় এই তিন কবির গান সাম্য ও মানবতার জয়গানে বাঙালি জাতিকে করেছে মুখর। আমাদের দুর্দিন আর অসময়ে তাদের সৃষ্টি কর্ম আমাদেরকে আলোর পথ দেখায়। এই তিন কবির সৃষ্টিকর্ম বুকে ধারণ করলে নতুন প্রজন্ম আলোর পথে নিজেকে প্রসারিত করতে পারবে।

শেয়ার করুন