[caption id="attachment_79283" align="aligncenter" width="1280"]
মজহারুল হক চৌধুরী স্কুলের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আজহারুল হক চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে[/caption]
ইকবাল হোসেন জীবন, মিরসরাই :: মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মজহারুল হক চৌধুরী স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব আজহারুল হক চৌধুরী নওশা মিয়া। তিনি মিরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মিরসরাই পৌরসভার সাবেক প্রশাসক ছিলেন।
এছাড়া তিনি মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসা, মান্দারবাড়িয়া বালিকা মাদরাসা, মিরসরাই কলেজের দাতা সদস্য, সুফি নুর মোহম্মদ নিজামপুরী (রহ.) মাজার ও মসজিদ কমিটির সভাপতি, ওয়ার্লেস বায়তুচ্ছালাম মাদরাসার সভাপতির দায়িত্ব পালন করছেন।
[caption id="attachment_79285" align="aligncenter" width="449"]
আলহাজ্ব আজহারুল হক চৌধুরী।[/caption]
বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী, দাতা সদস্য মোজাহের হোসেন চৌধুরী, অভিভাবক সদস্য মোতাহের হোসেন চৌধুরী, গোলাম মো. ছাবেরুল আমিনের উপস্থিতিতে পুণরায় আলহাজ্ব আজহারুল হক চৌধুরী নওশা মিয়াকে সভাপতি ঘোষণা করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নয়াবাংলা/এইচএম
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত