কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি দিদারুল আলম
সীতাকুণ্ডে ২১৮৮ স্কুল শিক্ষার্থী পেল করোনা টিকা

কর্মসূচির উদ্বোধন  করছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান  মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, আলহাজ্ব দিদারুল আলম এমপি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১২-১৮ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের কোভিডের টিকা প্রদান শুরু হয়েছে।  শনিবার  (৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের এমপি আলহাজ্ব দিদারুল আলম। এদিন উপজেলার সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয় ও সাদেক মস্তান (রহঃ) উচ্চ বিদ্যালয়ের ২১৮৮ জন শিক্ষার্থী ফাইজারের টিকা পেয়েছে। টিকা কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার, সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, যুব উন্নয়ন অফিসার মোঃ শাহআলম। এছাড়া শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি দিদারুল আলম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের মানুষ পৃথিবীর বহু উন্নত দেশেরও আগে কোভিডের টিকা পেয়েছে। এখন এ দেশের শিক্ষার্থীরাও টিকা পাচ্ছে। যা অনেক দেশ এখনো কল্পনাও করতে পারেনি। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিস এ টিকা কার্যক্রম বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তাদের আন্তরিকতায় অল্প সময়ে উপজেলার সকল শিক্ষার্থী টিকার আওতায় আসবে বলে তিনি আশাবাদী।

নয়াবাংলা/এইচএম

শেয়ার করুন