বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলায় নিষিদ্ধ মাদক আফিম উদ্ধার করেছে পুলিশ। এসময় এক নারীকে আটক করা হয়, তার নাম খিহই খুমী (৭৮)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার ৯ জানুয়ারী দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানচি সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর ইউনিয়ন পরিষদ এলাকায় বিজ্ঞানি মংসানু মারমা পাড়ায় থানচি থানার সহকারী পরিদর্শক (নিরস্ত্র) মহিউদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়ে খিহই খুমী (৭৮)র ঘর থেকে ২০০ গ্রাম নিষিদ্ধ আফিম পলিথিন মুড়ানো অবস্থায় পেয়ে তাকে হাতে নাতে আটক করে, তবে আফিমের বাজার মূল্য জানা যায়নি।
তিনি বলিপাড়া ইউনিয়নের মৃত কাইলো খুমী এর স্ত্রী। বিজ্ঞানি মংসানু মারমা পাড়ায় কুঅং খুমীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন ওই নারী । থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায় বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের চোরাকারবারীরা থানচি উপজেলায় পর্যটক সেজে ডুকে পড়েছে, নিষিদ্ধ মাদকদ্রব্য চোরা কারবারীদের ধরে আইনে সোপর্দ করতে না পারলে উপজেলার আইন শৃঙ্খলা অবনতি হতে পারে।
তিনি আরো বলেন, মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬ (১) ৬ (খ) ধারা মোতাবেক আসামীর বিরুদ্ধে থানচি থানায় একটি মামলা হয়েছে ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত