১১ জানুয়ারি ২০২২ তারিখ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব সঞ্জয় কুমার ভৌমিক মহোদয় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত সচিবের সাথে ছিলেন শাহানারা বেগম, উপসচিব (পরিকল্পনা শাখা), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ফরিদ আহমেদ, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, ঢাকা।
পরিদর্শনকালে অতিরিক্ত সচিব মহোদয় ইনস্টিটিউটের বিজ্ঞানীদের সাথে একটি মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভা শেষে অতিরিক্ত সচিব মহোদয় বিএফআরআই-এর বন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের জাইলেরিয়াম এবং হারবেরিয়াম, সিলভিকালচার জেনেটিক্স বিভাগের টিস্যু কালচার ল্যাব, ৩৬ প্রজাতির বাঁশের সংরক্ষণাগার ব্যাম্বুসেটাম, কাষ্ঠ যোজনা বিভাগ, জেনেটিক্স বিভাগের গ্রিন হাউজ নার্সারি, বীজ বাগান বিভাগের নার্সারি, গৌণ বনজ সম্পদ বিভাগের ঔষধি উদ্ভিদের জার্মপ্লাজম সেন্টার ও গবেষণামূলক নার্সারি পরিদর্শন করেন। এ সময় বিএফআরআই-এর বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নয়াবাংলা/এইচএম
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত