দেড় লাখ টাকায় পরিবেশবান্ধব সৌরচালিত কাঠের জিপ তৈরি করে দুই ভাইয়ের চমক

শব্দহীন গাড়িটি সোলার প্যানেলের পাশাপাশি বিদ্যুৎচালিত ব্যাটারি দিয়েও চলছে। মাত্র দুই ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ১২০ কিলোমিটার এবং সোলার প্যানেল চার্জ এর মাধ্যমে ১৮০ কিলোমিটার পর্যন্ত চলবে।

পাকুন্দিয়া উপজেলা সদরে গাড়িটি চলছে গণপরিবহন হিসেবে,ভাড়া কম হওয়ায় যাত্রীরাও খুশি।

এনামুল হক জানান, দুই ভাই মিলে জিপটি তৈরি করেছেন। তারা যুব উনন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও সহযোগিতা নিয় জিপটি তৈরি করেছেন। ব্যায় হয়েছে ১লাখ ৩৫ হাজার টাকা। সে পাকুন্দিয়া পৌর শহরের বাসিন্দা। বাণিজ্যিক ভিত্তিতে এ গাড়ি তৈরিতে সরকারের সহযোগিতা চান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন,প্রাযোজনীয় সহযোগিতা দেয়া হবে তাকে।

নয়াবাংলা/এইচএম

 

শেয়ার করুন