পোর্ট্রেট এর উদ্যোগে বাংলাদেশের ৫০ বছর
পোর্ট্রেট অগ্রগতি ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

একটি বাক্য দিয়ে যা বুজানো সম্ভব না, একটি ছবি দিয়ে হাজারো মানুষকে বোজানো সম্ভব,এই ছবির মাধ্যমে বাংলাদেশ বিশ্বের দরবারে এখনো মাথা উচু করে আছে। এই ৫০ বছরে বাংলাদেশের আলোকচিত্র অনেক আগ্রগতি হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে সুলতার আহম্মেদ মিলনায়তনে পোর্ট্রেট আযোজিত বাংলাদেশের ৫০বছর আলোকচিত্র অগ্রগতি ও সম্ভবনা শীর্ষক এক সেমিনারে বক্তারা এই অভিমত ব্যাক্ত করেন । আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী শোয়েব ফারুকীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংবাদ সংস্থ বিএনএ এর সম্পাদক মিজানুর রহমান মজুমদার । মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট আলোকচিত্রী ম্ওদুদুল আলম। অন্যনণ্যেদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক মো: আইয়ূব আলী, সাংবাদিক মাখন লাল সরকার,শামসুল হূদা মিন্টু, আলোকচিত্র সংবাদিক দেব প্রসাদ দাস,রাজেশ চক্রবর্তী, পোর্ট্রেটের নির্বাহী সম্পাদক মিথুন দত্ত,চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সাধারন সম্পাদক হাবিব চৌধুরী মিটু,আলোকচিত্রী কমল দাশ,বাচ্চু বড়ুয়া,কাজী আক্তার উদ্দিন,মোহম্মদ শাহাজাহান,বিশ্বজিৎ রঞ্জন দত্ত,রনি দে,সুজা উদ্দিন,নসিমা আক্তার,কাবেরী আইচ,আব্দুল হান্নান ( কাজল )। স্বাগত বক্তব্য রাখেন পোর্ট্রেট সম্পাদক রূপম চক্রবর্তী। ছবির ক্যাপশান – পোর্ট্রেট এর উদ্যোগে বাংলাদেশের ৫০ বছর- আলোকচিত্রের অগ্রগতি ও সম্ভাবনা শীর্ষক সেমিনার।

নয়াবাংলা/এইচএম

শেয়ার করুন