স্বর্ণপদক জয়ী ইদুর ম্যাগাওয়া মারা গেছে
ল্যান্ড মাইন শনাক্ত করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচাতে ভূমিকা রেখেছিল’

ল্যান্ড মাইন শনাক্ত করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচাতে ভূমিকা রেখেছিল কম্বোডিয়ার ৮ বছর বয়সী স্বর্ণপদক জয়ী ইদুর ম্যাগাওয়া মারা গেছে।

এই হিরাে ইদুরটি গত বছরের জুন মাসে অবসরে যায়। পাঁচ বছরের ক্যারিয়ারে সে ১০০টির বেশি ল্যান্ডমাইন ও বিস্ফোরক খুজে বের করে।

গত শতাব্দীর ৯০ দশক থেকে যুদ্ধকবলিত বহু দেশে অনেক ইদুরকে মাইন খুঁজে বের করার প্রশিক্ষণ দেওয়া হয়। এদের বলা হয় ‘হিরো রেটস’।

নয়াবাংলা/এইচএম

 

শেয়ার করুন