রাজনৈতিক শিষ্টাচার দেখিয়েছেন,সদ্য নারায়নগঞ্জ থেকে নৌকা প্রতীকে জয় ছিনিয়ে নেওয়া সেলিনা হায়াত আইভীসেলিনা হায়াৎ আইভী।
আজ পরাজিত প্রার্থী তৈমুর আলম খন্দকারের বাড়ীতে মিষ্টি নিয়ে যান তিনি। চিরাচরিত আইভি তার ভদ্রতা প্রকাশ করতে ভুলেননি অাইভী। হেরে গিয়ে দোয়া করে দিলেন তৈমুর। এসময় অাইভী বলেন সারাদেশে এমন শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক।
নয়াবাংলা/ এইচএম
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত