পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাহাড়ী পথে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্বার করেছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার (১ জুন) বেলা সাড়ে ১২টার দিকে দীঘিনালা উপজেলা সড়কের ৪মাইল যৌথ খামার এলাকায় রাস্তার পাসে একটি বাঙালি যুবকের লাশ পরে আছে_এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে কোথাও হত্যার পর লাশটি রাস্তার পাশে ফেলে যেতে পারে। যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ সুপার মো. আলী আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত