চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র আইনজীবী, রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লি. এর পরিচালক এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ এর সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ ইমলাক ২৩ জানুয়ারী (রবিবার) সকাল সাড়ে ৬টায় লালখান বাজার নিজ ফ্ল্যাটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের পিতা ছিলেন।
তাহের-মনজুর কলেজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম এর
অধ্যক্ষ মুকতাদের আজাদ খান তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, অ্যাডভোকেট মোঃ ইমলাক তিন দশকেরও বেশী সময় চট্টগ্রাম জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
আইন পেশায় যুক্ত হওয়ার পূর্বে তিনি পতেঙ্গা জিএম প্ল্যান্টে সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চাকুরী করেন। তারওপূর্বে টাইগারপাস রেলওয়ে হাই স্কুল, মগধরা হাই স্কুল ও সন্তোষপুর হাই স্কুলে শিক্ষকতা করেন।
মোঃ ইমলাক সন্দ্বীপের মুছাপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডস্থ মোল্লা বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে মুছাপুর বদিউজ্জান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।
নয়াবাংলা/ এইচএম
.
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত