সীতাকুণ্ডে বালু উত্তোলনের পাই কেটে ফসলি জমি উদ্ধার করলো এসিল্যান্ড

সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেড়িবাধ এলাকা থেকে অবৈধভাবে বালু তুলে ফসলি জমি ভরাট করছিল ক্যাপিটাল পেট্রোলিয়াম নামের একটি প্রতিষ্ঠান। পরে সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ কেটে দিলেন এসিল্যান্ড।

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের সাগর উপকূলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাড়বকুণ্ড ইউনিয়নের সাগর উপকূলে ক্যাপিটাল পেট্রোলিয়াম নামের একটি প্রতিষ্ঠান সাগর থেকে বালু উত্তোলন করার জন্য ১ কি.মি. দীর্ঘ পাইপ বসিয়েছে। দিনে কার্যক্রম বন্ধ থাকলেও রাতে ড্রেজারের সাহায্যে সাগর থেকে বালু তুলে কয়েক একর ফসলি জমি ভরাটের কাজ চালাচ্ছে তারা। এমন সংবাদের ভিত্তিতে আজ রোববার বিকেলে অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড। অভিযানে ঘটনার সত্যতা পেয়ে বালু উত্তোলন বন্ধ করার পাশাপাশি ব্যবহৃত পাইপ কেটে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল আলম বলেন, অনুমোদন না নিয়ে সাগর থেকে বালু উত্তোলন করা দণ্ডনীয়; যা প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট করতে পারে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কোন প্রতিষ্ঠানকেই অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না।

নয়াবাংলা/এইচএম

শেয়ার করুন