
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ৩১ জানুয়ারি, সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই নগরপিতার মা।
বার্ধক্যজনিত কারণে গত এক সপ্তাহ ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ আসরের পরে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত