[caption id="attachment_7975" align="aligncenter" width="868"]
সিজেকেএস সামার ক্যাম্প[/caption]
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চট্টগ্রাম ক্লাব লিমিটেডের অডিটরিয়ামে আয়োজিত হয়েছে “সিজেকেএস সামার ক্যাম্প-২০১৭”।
শুক্রবার (২ জুন) অর্ধশতাধিক প্রশিক্ষনার্থীর অংশগ্রহনে আয়োজিত এ প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ প্রদান করেন জার্মানী প্রশিক্ষক Marcus Hinsch Berger। প্রশিক্ষনে সহযোগিতা করেন আমেরিকা হতে আগত প্রশিক্ষক Sergei। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি ও সিজেকেএস যুগ্ম সম্পাদক শাহজাদা আলম।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত