
ইকবাল হোসেন জীবন, মিরসরাই::মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তের বন্ধনে মিরসরাই’ এর সার্বিক সহযোগীতায় মিয়াঁজান ভূঁইয়া ও খন্দকার বাড়ির যুব সমাজ এর আয়োজনে বিনামুল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা মূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দিনব্যাপী ফেনী সদরের পূর্ব সুলতানপুর ফরহাদনগরের মিয়াঁজান ভূঁইয়া বাড়ির সামনে এলাকার তিন শতাধিক বাসিন্দাদের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন রক্তের বন্ধনে মিরসরাই এর দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক আরিফ, তথ্য প্রযুক্তি সম্পাদক আকাশ দান,
কার্যকরি সদস্য আশ্রাফ টিটু, রফিকুল ইসলাম, ইশান , সাখাওয়াত প্রমুখ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত