আলিম পরীক্ষায় যুবাইদিয়া মহিলা ফাজিল মাদ্রাসা সীতাকুণ্ড উপজেলায় সেরা

সীতাকুণ্ড পৌরসদরের প্রাণকেন্দ্রে অবস্থিত উত্তর চট্টগ্রামের এক মাত্র মহিলা দ্বীনি প্রতিষ্ঠান যুবাইদিয়া ইসলামীয়া মহিলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা দাখিল পরীক্ষার পর এবার আলিম পরীক্ষায়ও উপজেলায় সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল কবির জানান শিক্ষকদের আন্তরিকতা এবং ছাত্রীদের পরিশ্রমের কারনে আমাদের ছাত্রীরা ভাল ফলাফল করে আসছে। দাখিল ও আলিম পরীক্ষায় উপজেলায় শীর্ষে থাকায় আমি শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি।

এবার আলিম পরীক্ষায় যুবাইদিয়া মাদ্রাসা থেকে ৪৩ পরীক্ষায় অংশগ্রহণ করে। উপজেলায় মোট ৪জন জিপিএ ৫ পেয়েছে । তার মধ্যে যুবাইদিয়া মাদ্রাসা থেকে পেয়েছে ২জন জিপিএ ৫, এ গ্রেড পেয়েছে ২৯জন আর বাকীরা পেয়েছে বি গ্রেড।
মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি সীতাকুণ্ড পৌরসভার মেয়র আলহাজ্ব বদিউল আলম ভাল ফলাফলের জন্য অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন এই ফলাফল ধারাবাহিকতা নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে। তিনি নারীদেরকে মাদ্রাসা শিক্ষার অর্জনে এগিয়ে আসার আহ্বান জানান।

নয়াবাংলা/এইচএম

শেয়ার করুন