নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম নগর কমিটি পুনর্গঠিত ; তৈয়ব সভাপতি-সাজীব সম্পাদক

চট্টগ্রামে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রচার ও প্রসারের লক্ষ্যে সংগঠনের ভাবমূর্তি আরো সমুজ্জল করার মানসে বিশিষ্ট ব্যবসায়ী এস.এম আবু তৈয়বকে সভাপতি, তরুণ সংগঠক শফিক আহমেদ সাজীবকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট পুর্নগঠিত ২০২২-২০২৩ মেয়াদের দ্বি-বার্ষিক চট্টগ্রাম মহানগর কমিটিকে কেন্দ্রীয় কমিটি অনুমোদন প্রদান করেছে। নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাদেক হোসেন বাবুল ও সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেনের সুপারিশক্রমে চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে পুর্নগঠিত চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন করেন এবং সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের হাতে অনুমোদিত কমিটি হস্তান্তর করেন। এ সময় ভাইস-চেয়ারম্যান সৈয়দ এহসান উল হক কামাল, যুগ্ম-মহাসচিব লিটন এরশাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয়, দপ্তর সম্পাদক ফিরোজ আলম মিলন প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ইলিয়াস কাঞ্চন নবগঠিত কমিটির সফলতা কামনা করে বলেন, সড়ককে নিরাপদ করার যে সামাজিক আন্দোলনে আমরা ব্যাপৃত রয়েছি, আশা করি আপনাদের যোগ্য ও গতিশীল নেতৃত্বে স্থানীয় পর্যায়ে আন্দোলন আরো জোদার হয়ে উঠবে এবং আপনাদের সাফল্যের মধ্য দিয়ে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ আন্দোলন পরিচালনায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবে।

নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি এস এম আবু তৈয়ব, সহ-সভাপতি যথাক্রমে চৌধুরী ফরিদ, লায়ন মোঃ হাকিম আলী, হাজী মোহাম্মদ সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে আরশাদ উর রহমান, শহীদুল ইসলাম, অর্থ-সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনাম, দপ্তর সম্পাদক মোরশেদুর রহমান নয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজা মুজাম্মেল, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার, আইন বিষয়ক সম্পাদক এড. টিপু শীল জয়দেব, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক রেজাউল করিম রিটন, সাংস্কৃতিক ও মহিলা বিষয়ক সম্পাদক আন্জুমান আরা বেগম, যুব বিষয়ক সম্পাদক সনত তালুকদার, কার্যকরী সদস্য যথাক্রমে- মোহাম্মদ মনজুরুল কিবরিয়া, শাহ নেওয়াজ রিটন, আরিচ আহমেদ শাহ, রশিদ মামুন, মুহাম্মদ আহসান হাবিবুল আলম, রেখা আলম চৌধুরী, মোর্শেদ তালুকদার, সিরাজুল মনির মানিক, ডাঃ অঞ্জন কুমার দাশ, টিংকু বড়ুয়া, আশিষ ভট্টাচার্য, ইয়াছিন আরাফাত কচি, রেবা বড়ুয়া, মোহাম্মদ ইব্রাহিম, লায়ন আব্দুল মান্নান, খন্দকার নুরুল ইসলাম, মীর সাখাওয়াত হোসেন।

নয়াবাংলা/এইচএম

শেয়ার করুন