[caption id="attachment_80204" align="aligncenter" width="813"]
২১ ফেব্রুয়ারি ‘মাতৃভাষা দিবস কারাতে প্রতিযোগিতায় বিজয়ী দলের মাঝে অতিথিরা।[/caption]
সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম এর উদ্যোগে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ”কারাতে প্রতিযোগিতা” গত ২১ ফেব্রুয়ারি সকালে , চট্টগ্রাম নগরের হাজীক্যাম্প কারাতে প্রশিক্ষণ কার্যালয়ে এম সালাউদ্দিন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান ( কাজল ) এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।।
এতে বিচারকের দায়িত্বে ছিলেন, মোঃ আব্দুল হান্নান, মোঃ আমিনুল হক,মোঃ মনির আহম্মেদ, সাজ্জাদুর রহমান, মোঃ সেলিম।
উক্ত প্রতিযোগিতায় মেহেরীন কারাতে স্কুল চট্টগ্রাম কে হারিয়ে ‘সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এর আগে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
নয়াবাংলা/এইচএম
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত