না ফেরার দেশে গীতিকার কাওসার আহমেদ চৌধুরী

 গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর তিনি মারা যান। কাওসার আহমেদ চৌধুরীর ছেলে আহমেদ শাফি চৌধুরী (প্রতিক) বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, কাওসার আহমেদ চৌধুরীর লেখা জনপ্রিয় গানগুলো হলো- ‘যেখানে সীমান্ত তোমার, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘আমায় ডেকো না’, ‘এই রূপালি গিটার ফেলে’ ইত্যাদি। এ ছাড়া তিনি বেশ কিছু নাটক রচনা ও পরিচালনা করেছেন।

শেয়ার করুন