সম্প্রীতির ভলিবল ও ক্রিকেট টুর্নামেন্ট সৈয়দপুরে অনুষ্ঠিত

প্রিন্স :স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র বাস্তবায়নে-“চট্রগ্রাম বিভাগের জনগনের সামাজিক সম্পৃক্ততার মাধ্যামে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পে”র আওতায়, ইপসা-সিভিক কনসোর্টিয়ামের সহযোগিতায় (RIC) Responding to the impact of COVID-19 in Chattogram Divisition এর আওতায় বেস্ট আইডিয়া প্রাপ্ত সংগঠন বিবর্তন ক্লাব এর উদ্যোগে” সামাজিক সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখবো,উগ্রবাদ ও সহিংসতা মুক্ত দেশ গড়ব এই অঙ্গিকার সামনে রেখে “সম্প্রীতি ক্রীড়া টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এইচ এম তাজুল ইসলাম নিজামী মহোদয়, চেয়ারম্যান, ১ নং সৈয়দ পুর ইউনিয়ন পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু ডা.সজল কুমার শীল, ইউপি সদস্য, ৯ নং ওয়ার্ড, সৈয়দপুর ইউনিয়ন পরিষদ।

আরো উপস্থিত ছিলেন, ইপসা সিভিক কনসোর্টিয়াম এর কর্মকর্তা শহীদুল্লাহ এবং ফরহাদ হোসেন সহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে ভলিবল এবং ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, শপথ পাঠ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে উদ্বুদ্ধ করা হয়। শুরুতে ভলিবল এবং এর পরবর্তীতে ক্রিকেট অনুষ্ঠিত হয়। খেলা শেষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়।।

নয়াবাংলা/এইচএম

শেয়ার করুন