পুণ্যার্থীর ঢল নেমেছে সীতাকুণ্ডে

রঙিন সাজে এই তোরন চোখে পড়বে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে ওঠার আগে। এটি শয়ম্ভুনাথ মন্দিরের গেইট।

হাকিম মোল্লা : হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শিবচতুর্দশী আগামী ১ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। শিবচতুর্দশীতে পুন্যার্থীদের থাকা, খাওয়া, গোসল, সুপেয় পানিসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।৷ ১৫-২০ লাখ পুন্যার্থীর আগমন উপলক্ষে নিরাপত্তা দিতে  প্রস্তুত ৪০০ পুলিশ ১০০০ স্বেচ্ছাসেবক।

একই সাথে নিরাপত্তার বলয়ে চন্দ্রনাথসহ আশেপাশের এলাকা ঢেকে ফেলা হয়েছে।নিরাপত্তা িতে ওড়ানো হবে ড্রোনও।

সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধামে এখন সাজ সাজ রব। ফাগুন মাসে শিবচতুর্দশী বা শিবরাত্রিকে উপলক্ষ করে প্রতিবছরই জমে ওঠে মেলা। এবারও অনুষ্ঠিত হবে তিনদিনব্যাপী মেলা। পূজা ও মেলাকে ঘিরে এবারও লাখো পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের।

সীতাকুণ্ডের সংযুক্ত দুই পাহাড়ের চূড়ায় অবস্থিত বিরুপাক্ষ ও চন্দ্রনাথ মন্দির। চন্দ্রনাথ মন্দির ১২শ ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে। ফাল্গুন মাসে শিবচতুর্দশী বা শিবরাত্রি উপলক্ষে প্রতিবছরই এখানে আসেন দেশ-বিদেশের পুণ্যার্থীরা। উপবাস থেকে মন্দিরগুলোতে দুধ ও ডাবের জল দিয়ে শিবকে স্নান করাতে আসেন ভক্তরা।

এদিকে তীর্থযাত্রীদের আগমন ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করছেন প্রশাসন ও মেলা কমিটির সদস্যরা। র‌্যাব, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাসমুহ সেখানে সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন বলে।

সীতাকুণ্ড মেলা কমিটির সাধারন সম্পাদক পলাশ চৌধুরী জানিয়েছেন ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু শিবচতুর্দশীতে ১৫-২০ লাখ পুন্যার্থীর আগমন উপলক্ষে নিরাপত্তা দিতে  প্রস্তুত ৪০০ পুলিশ ১০০০ স্বেচ্ছাসেবক।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, নিরাপত্তার বলয়ে চন্দ্রনাথসহ আশেপাশের এলাকা ঢেকে ফেলা হয়েছে।  এর জন্য চার শতাধিক পুলিশ সদস্য মেলার নিরাপত্তায় থাকবে। বিশেষ করে এবার মহিলা পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থায়ীত্শীল উন্নয়নের জন্য সংগঠন ইপসার পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। রয়েছে ইপসা ইকোট্যুনিজম প্রকল্পে হোমস্টে সার্ভিস। যেখানে থাকার ব্যবস্থা রয়েছে।

শিবচতুদর্শী মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, এবারের শিবচতুদর্শী মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় চারশ পুলিশ সদস্যের পাশাপাশি মেলা কমিটি ও চন্দ্রনাথ স্রাইন কমিটির ১ হাজার স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি শিবচর্তুদশী মেলাকে ঘিরে সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চন্দ্রনাথ স্রাইন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এসএম ফোরকান আবু ও এম হেদায়েত উল্ল্যাহ, মেলা কমিটির সহসভাপতি প্রেমতোষ দাস, গোপাল পাল, কমিটির অতিরিক্ত সচিব সমির শর্মা ও অর্থ সম্পাদক পিন্টু ভট্টাচার্য।

নয়াবাংলা/এইচএম

শেয়ার করুন