শেষ ম্যাচে হারলেও চ্যাম্পিয়ন ট্রপি স্বাগতিকদের ঘরে

ছবি: আব্দুল হান্নান কাজল

ব্যাটিং বিপর্যয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারলেও চ্যাম্পিয়ন ট্রপি স্বাগতিক টাইগারদের ঘরে উঠেছে। আগেই টাইগাররা দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিল ।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ৪৬.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৯২ রানে থামে।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে ওপেনার তামিম ইকবাল এ ম্যাচেও ব্যর্থ হলেন। দলীয় ১১তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ১১ রানে ফজলহক ফারুকি তাকে সরাসরি বোল্ড করেন।

ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাশ, ২১তম ওভারে দলীয় শতকের দেখা পায় বাংলাদেশ। তবে পরের ওভারেই ব্যক্তিগত ৩০ রান করে আজমতউল্লাহ ওমরজাই বলে বোল্ড হন সাকিব আল হাসান। ৩৬ বলে ৩টি চারে নিজের ইনিংস সাজান সাকিব।

তবে রশিদ খানের বলে উইকেট বিলিয়ে দেন মুশফিকুর রহিম। দলীয় ২৭তম ওভারে ব্যক্তিগত ৭ রানে উইকেটের পেছনে রহমতউল্লাহ গুরবাজকে ক্যাচ দেন তিনি। রশিদের পরের ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ইয়াসির আলী।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ফিরলেন লিটন দাস। মোহাম্মদ নবির বলে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে থাকা গুলবাদীন নাইবের ক্যাচে পরিণত হন তিনি। ১১৩ বলে ৭টি চারে ৮৬ করেছেন লিটন।

শেষদিকে দ্রুতই ফিরে যান মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেনরা। মাহমুদউল্লা রিয়াদ ৫৩ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।

আফগান বোলারদের মধ্যে রশিদ খান সর্বোচ্চ ৩টি উইকেট পান। নবি ২টি উইকেট দখল করেন

শেয়ার করুন