সিএসসিআরে ভর্তি : মেডিক্যাল বোর্ড গঠন
কথা বলতে পারছেন না আল্লামা শফি

চট্টগ্রাম : হৃদরোগে আক্রান্ত হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফি হাসপাতালে আছেন। নগরীর প্রবর্তক মোড়ের বেসরকারি ক্লিনিক ‘সিএসসিআরে’ চিকিৎসাধীন আল্লামা শফি কথা বলতে পারবেন না। ১৮ মে রাতে হার্টবিট (হৃদস্পন্দন) কমে গেলে ৯৮ বছর বয়সী আল্লামা শফিকে হাটহাজারী থেকে শহরের এ ক্লিনিকে ভর্তি করা হয়।

শুক্রবার (২ জুন) তাকে ক্লিনিকটির ৭০৫ নম্বর কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল বোর্ডের সদস্য হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ড. ইব্রাহিম চৌধুরী জানিয়েছেন, পেসমেকার লাগানোর পর উনার (আল্লামা শফি) অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নয়।

ড. ইব্রাহিম চৌধুরী জানান, আল্লামা শফি কথা বলতে পারেন না। স্বাভাবিকভাবে খাওয়া-ধাওয়া সারতে পারছেন না।

হাটহাজারী দারুল উলূম মুইনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শফি দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছেন। পাশাপাশি তিনি ডায়াবেটিসেও আক্রান্ত। এছাড়া তার লিভারেরও সমস্যা রয়েছে।

শেয়ার করুন