কক্সবাজার দিবস ঘোষণা-
কক্সবাজারে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের প্রতিবাদ সমাবেশ

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজারঃসমুদ্র সৈকতের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) রক্ষায় মহামান্য হাইকোর্টের রায় ও সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় সরকারের নেয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা কক্সবাজার জেলা শাখা।

মঙ্গলবার (১ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে ১৭টি পরিবেশবাদী সংগঠন একাত্মতা প্রকাশ করে। কক্সবাজারের জেলা বাপার সভাপতি সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা রক্ষায় কঠোর নির্দেশনা দিয়ে ২০১৯ সালে রায় দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত।

ওই রায়ে ভবিষ্যতে কোনো ধরনের ইজারা না দিতে সরকারকে নির্দেশ দেয়া হয়েছিল। আদালত বলেছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী দিনগুলোতে সরকারের এমন নীতিমালা প্রণয়ন করা উচিত।

পাশাপাশি ১৯৯৯ সালের ১৯ এপ্রিলের পর এ মৌজার যে সকল ভূমি ইজারা দেয়া হয়েছে তা বাতিল বলে গণ্য হবে। একই সঙ্গে ইজারা নেওয়া ভূমিতে গড়ে উঠা স্থাপনা গুঁড়িয়ে দিতে নির্দেশ দেয়া হয়েছিল। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা রক্ষা নিয়ে করা মামলার রিভিউ পিটিশনের রায়ে এমন নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ।

এ রায়ের ফলে ঝিলংজা মৌজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত হোটেল—মোটেলসহ গড়ে উঠা বিভিন্ন স্থাপনা ভেঙে অপসারণ করতে বলা হলেও এখনো ধরাছোঁয়ার বাহিরে এসব স্থাপনা!

সমুদ্র সৈকতের ইসিএ এলাকায় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার আন্দোলনকে আরো তরান্বিত করতে আগামী ১ মার্চ কক্সবাজার দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে পরিবেশ কর্মীরা। একই সাথে সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় সরকারের ১৩ দফা দ্রুত বাস্তবায়নের দাবী জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ, এম এরশাদ, বাপা কক্সবাজারের সহ—সভাপতি সাংবাদিক ফরিদুল আলম শাহীন, জাফর আলম দিদার, কবি এম.জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এইচ, এম নজরুল ইসলাম, অনিল দত্ত, ইসমাঈল সাজ্জাদ, দোলন ধর, এম.এ আজিজ রাসেল, আজিম নিজাদ, সৌরভ দেব, সাংবাদিক সংসদ কক্সবাজারের সহ—সভাপতি এস.এম ছৈয়দুল্লাহ আজাদ, বিএমএসএফ সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, জাহেদ, পূর্ণ্য বর্ধন বড়ুয়া, মো. ইলিয়াস মিয়া, সদর বাপার সভাপতি এনামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ সেলিম, সাংবাদিক আবুল হাশেম, শহর বাপার সভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক ইরফানুল হাসান, সাংগঠনিক সম্পাদক উসেন থোয়েন (উসেনমি বাবু), রায়হান সিদ্দিকী, নাফিস ইকবাল, তারেক হায়দার, ঈদগাঁও উপজেলা বাপার সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ হাসান তারেক, ঈদগাঁও বাপার নেতা সায়মন সরওয়ার কায়েম, বজলুর রহমান, জাহাঙ্গীর বাঙালি, আজিজুল হক রুবেল, জামাল হোসাইন, টেকনাফ বাপার সভাপতি নুর হোসেন, চকরিয়া বাপার মামুনুর রশীদ, মহেশখালী বাপার ছৈয়দ কাদের, রামু বাপার জাবেদ আনোয়ার।

শেয়ার করুন