
মিরসরাই প্রতিনিধি::মিরসরাইয়ে গাড়িচাপায় দুটি হরিণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে শুক্রবার (০৪ মার্চ) বিকালে হরিণ দুটি উদ্ধার করে মাটি চাপা দেয় বন বিভাগ মিরসরাই উপকূলীয় রেঞ্জের কর্মকর্তারা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের মঘাদিয়া ঘোনা এলাকায়
উপকূলীয় বন ধ্বংস হওয়ায় লোকালয়ে এসে গাড়ি চাপায় দুই হরিণের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বন বিভাগ মিরসরাই উপকূলীয় রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা বলেন, উপকূলীয় বেড়ীবাঁধের উপর গাড়ি চাপায় দুটি হরিণ মরে গেছে এমন খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে হরিণ দুটি উদ্ধার করা হয়। ধারণা করছি বৃহস্পতিবার রাতে বন থেকে লোকালয়ে যাওয়া বা আসার পথে রাস্তায় গাড়ি চাপা পড়েছে হরিণ দুটি। মারা যাওয়া হরিণ দুটির বয়স ১০ বছরের মত হবে। পরে হরিণগুলো মাটি চাপার দেয়া হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত