ইকবাল হোসেন জীবন, মিরসরাই::মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে ৫ম বারের মত দুর্বার ডিপিএল ফুটবল টুনার্মেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার (০৪ মার্চ) বিকালে টুনার্মেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, উপজেলার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি নুরুল আবছার, শিক্ষানুরাগী তোফাজ্জ্বল হোসেন চৌধুরী মাসুদ ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন।
সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজীবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈকত চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে রাইভ্যাল সোলজার্স ফুটবল দল পাস্তোরাল চ্যালেনজার্স ফুটবল দলকে হারিয়ে তিন দুই গোলে বিজয়ী হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, স্বেচ্ছাসেবী সংস্থা দুর্বার প্রগতি সংগঠন উপজেলার বিভিন্ন সময় নানামুখে কার্যক্রম করে আসছি। ফুটবল ও ক্রিকেট সহ সব ধরণের খেলাধুলার গ্রাম পর্যায় থেকে প্রতিভাবানদের খোঁজে বের করার জন্য সরকারি ভাবে ক্রিড়াঙ্গনের উন্নয়নে অনেক যুগান্তকারী প্রদক্ষেপ গ্রহণ করেছেন।
দুর্বার প্রগতি সংগঠন নানামুখী কার্যক্রমের প্রশংসা করে উপজেলার খোলাধুলা সহ আর্থ সামাজিক উন্নয়নে সংগঠনের নেতৃবৃন্দকে আরো অগ্রনী ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত