ইকবাল হোসেন জীবন, মিরসরাই:: মিরসরাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. কবির হোসেন যোগদান করেছেন। ২০০৭ সালে তিনি সর্বপ্রথম এসআই পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
মো. কবির হোসেন সাবেক ওসি মজিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়ে রবিবার বিকেলে থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন।
নতুন ওসি মিরসরাই থানার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।
মিরসরাই থানা সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. কবির হোসেন কুমিল্লার বুডিচং থানার আব্দুল মতিনের ছেলে।
নয়াবাংলা/এইচএম