পাঁচ টাকা লোভ করে ১০ হাজার টাকা জরিমানা গুনলেন বিক্রেতা

চট্টগ্রাম : নগরীর কাজির দেউড়ি বাজারের একটি দোকানে ক্রেতা হিসেবে ছোলা ক্রয় করতে গিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী।  ক্রেতাবেশী ম্যাজিস্ট্রেটের কাছে বিক্রেতা প্রতি কেজি ছোলার দাম হাঁকলেন ৯০ টাকা।  নির্ধারিত দামের চেয়ে পাঁচ টাকা বেশি বলায় ১০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে ওই বিক্রেতাকে।

শনিবার (৩ জুন) নগরীর কাজীর দেউড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ঘটনা ঘটে।

আদালতের নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী বলেন, “অভিযান দলে থাকা পুলিশ সদস্যের বাইরে রেখে আমি একাই নাছির অ্যান্ড ব্রাদার্সে যাই ক্রেতা হিসেবে।

“ছোলার দাম জানতে চাইলে বিক্রেতা প্রতি কেজি ৯০ টাকা দাম হাঁকেন। পরে ম্যাজিস্ট্রেট পরিচয় দিলে বিক্রেতা বলেন-একটু বাড়িয়ে বলেছি, ক্রেতারা দরদাম করে কমাবেন তাই।”

সৈয়দ মোরাদ আলী বলেন, ওই দোকানে থাকা এক নারী ক্রেতার কাছে জানতে চাইলে তিনিও ৯০ টাকায় ছোলা কেনার বিষয়টি নিশ্চিত করেন।  এরপর ওই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোজা উপলক্ষে গত ৪ মে ব্যবসায়ী, আড়তদার, আমদানিকারক ও ক্যাবের সঙ্গে জেলা প্রশাসকের সভায় ছোলা ও চিনির দাম নির্ধারণ করে দেওয়া হয়।

সে অনুসারে, সাধারণ মানের ছোলা প্রতি কেজি পাইকারিতে ৭৫ টাকা আর খুচরায় বিক্রি হবে ৮০ টাকা। ভালো মানের অস্ট্রেলিয়ান ছোলা পাইকারিতে ৮০ ও খুচরায় সর্বোচ্চ ৮৫ টাকায় বিক্রির জন্য নির্ধারিত হয়।

এছাড়া চিনির পাইকারি মূল্য প্রতি কেজি ৫৮ টাকা আর খুচরায় প্রতি কেজি সর্বোচ্চ ৬৩ টাকায় নির্ধারণ করা হয়।

শনিবার নগরীর চারটি বাজারে চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এরমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে চাক্তাই কাঁচা বাজারে, আব্দুস সামাদ শিকদার বহদ্দারহাট বাজারে এবং শান্তা রহমান কর্নেল হাট বাজারে অভিযান পরিচালনা করেন।

মেয়াদোত্তীর্ণ ঘি বিক্রি করায় চাক্তাই বাজারের জিলানী স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া চারটি বাজারেই মূল্য তালিকা না টাঙ্গানোয় ১০টি দোকানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করে এসব ভ্রাম্যমাণ আদালত।

শেয়ার করুন