
চট্টগ্রামে ৫০৪২ জনসহ সারাদেশে দাফন ও সৎকার দিয়েছে ৮১৮৭ জন বাংলাদেশ গাউসিয়া কমিটি আজ দুপুর ১২ টায় চট্রগ্রামের প্রেস ক্লাব এর ইন্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনের হলে সংবাদ সম্মেলন করে এই তথ্য প্রকাশ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার।
এ সময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোঃ কমিশনার, মু, আনোয়ারুল হক, মু, শাহজাদ ইবনে দিদার, মু, এম মাহবুবুল হক খাঁন, মু, কমর উদ্দীন সবুর, আলহাজ্ব তসকির আহমদ, অধ্যাপক আবু তালেব বেলাল, জাহাংগীর আলম চৌধুরী, মাওলানা মু, আব্দুল্লাহ, হাবিবুল্লাহ মাস্টার, আহসান হাবিব চৌধুরী হাসান,মু, এরশাদ খতিবী সহ প্রমূখ। ছবির ক্যাপশান - বাংলাদেশ গাউসিয়া কমিটি র সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মোছাহেব উদ্দিন বখতিয়ার। ।
নয়াবাংলা/এইচএম
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত