মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন থেকে সাড়ে ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক হয়েছে। ইউনিয়নের সাতজোলাকাটায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড একশন ব্যাটালিয়ন-র্যাব-১৫ এ অভিযান পরিচালনা করে।
র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে মোঃ গুরা মিয়া প্রকাশ গরু বেপারী গুরা মিয়া (৬৫) আটক করে অভিযানকারী দল। সে ওই এলাকার মৃত ইসমাইলের পুত্র। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির ঘরের পিছনের বারান্দায় রক্ষিত খাটের নিচে প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ৪.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে কক্সবাজার এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত