আর্ন্তজাতিক নারী দিবসে ইপসা’র সাইকেল র‌্যালি

আর্ন্তজাতিক নারী দিবসে ইপসা’র সাইকেল র‌্যালির শুরুতে সংক্ষিপ্ত সভা

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসুচির অংশ হিসেবে যুব প্রতিনিধিদের সাথে নিয়ে সচেতনতামূলক সাইকেল র‌্যালির আয়োজন করেছে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা। বৃহস্পতিবার (১০ই মার্চ, ২০২২) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয় কার্যালয়ের উপপরিচালক মাধবী বড়ুয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, দেশ টিভির বিভাগীয় প্রতিনিধি সাংবাদিক আলমগীর সবুজ। এছাড়া এতে ইপসার বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী ফারহানা ইদ্রিস, প্রোগ্রাম অফিসার রুবাইয়্যাৎ বিনতে হেলালসহ অনেকে উপস্থিত ছিলেন। র‌্যালির শুরুতে সংক্ষিপ্ত সভায় মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মাধবী বড়ুয়া বলেন, জনসাধারণের সচেতনতা বাড়াতে এই ধরনের সাইকেল র‌্যালি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। আমাদের নিজেদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধ সম্ভব এবং তা নারীদের এগিয়ে আসতে সহায়তা করবে। সভা পরিচালনা করেন ইপসার  জেলা সমন্বয়কারী ওমর শাহেদ হিরু। সাইকেল র‌্যালিটি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারক লিপি প্রদানের মাধ্যমে শেষ হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে স্মারক লিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট সুমনী আক্তার।

শেয়ার করুন