ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালযে করোনার দ্বিতীয় ডোজ প্রদান

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :কক্সবাজারের ঈদগাঁওতে ১২ মার্চ শনিবার শিক্ষার্থীদের কোভিড- ১৯ ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে। এতে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা নেয়। কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ এ কার্যক্রম বাস্তবায়ন করেছে। কেন্দ্রে উপজেলার সাতটি ইউনিয়নের দুই হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কোভিড-১৯ গাইডলাইন এবং স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে টিকা নিতে আসে। জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মুহাম্মদ মহি উদ্দিন ও কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিদর্শক বিকাশ চন্দ্র দে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন। কেন্দ্রের টিকাদান কাজে নিয়োজিত সদর উপজেলা স্বাস্থ্য সহকারি এনামুল হক, আবুল কাশেম ও আফতাবুজ্জামান জানান, ঈদগাঁও, ইসলামাবাদ, জালালাবাদ, ইসলামপুর, পোকখালি, চৌফলদন্ডী এবং ভারুয়াখালী ইউপির আওতাধীন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ছাত্র-ছাত্রীদের টিকার আওতায় আনা হয়েছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত জানান, দুপুর তিনটা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলেছে। টিকার প্রথম ডোজ নেয়ার পর যাদের একমাস সময় অতিবাহিত হয়েছে তাদেরকেঈ এ কেন্দ্রে টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়।

শেয়ার করুন