বাঘিনীদের অভিনন্দন!!!

কাকতালীয় বলবেন নাকি ইতিহাসের পুনরাবৃত্তি? সে একান্ত আপনার বিষয়, কারণ প্রথম ওয়ানডে বিশ্বকাপে খালেদ মাহমুদ সুজনরাও পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিলেন, আবার নিজেদের অভিষেক ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরাও হারিয়েছে পাকিস্তানকে। তাই উল্লাসের মাত্রাটাও বেড়েছে বহুগুণ।

মেয়েদের এমন জয়ে আনন্দের ঢেউ লেগেছে সাকিব-তামিম-মাশরাফি ও রিয়াদদের মনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রকাশ করেছেন উচ্ছ্বাস।

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ক্যাপশন ‘অভিনন্দন। ’ তবে ছবিতে মিলিয়ে দিয়েছেন ১৯৯৯ আর ২০২২-এর হিসাবটা।

বর্তমান ওয়ানডে কাপ্তান তামিম বলেছেন, ‘পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয়ে টাইগ্রেসদের জন্য থাকলো অভিনন্দন। সাবাশ বাংলাদেশ।

সাউথ আফ্রিকা থেকে সাকিব আল হাসানও জানালেন, ‘প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয় তুলে নিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এই জয়ে নারী ক্রিকেট দলকে জানাই অসংখ্য শুভেচ্ছা। ’

মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম লিখেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচ জেতায় বাঘিনীদের অভিনন্দন। প্রথম জয়, সবসময়ই বিশেষ হয়ে থাকে।

দারুণ একটা ম্যাচ। দল নিয়ে আমি গর্বিত।

 

শেয়ার করুন