বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন ও আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ-সভাপতি ও মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জসিম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এস এম আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, মিরসরাই পৌরসভার কাউন্সিলর নুরুন্নবী, মিঠানালার ইউপি সদস্য মিজানুর রহমান, ওয়াহেদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সভাপতি এটিএম আলমগীর প্রমুখ। আলোচনা সভা শেষে নির্বাচিত দুই পৌরসভার মেয়র, কাউন্সিলর, ১৬ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটিতে মিরসরাই থেকে মনোনিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন