
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঈদগাঁওতে আজ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের 'ড্রিমার্স কন্সাল্টেশন এন্ড রিসার্চ' টিমের সহায়তায় বাংলাদেশ আওয়ামী লীগ ঈদগাঁও উপজেলা শাখা এ কর্মসূচি বাস্তবায়ন করেছে। বাজারের হাইস্কুলে এ আয়োজনে চোখ পরীক্ষা, চশমার পাওয়ার ঠিক করে দেয়া, উচ্চতা ও আদর্শ ওজন নির্ধারণ করা, ব্লাড সুগার টেস্ট, ডায়াবেটিস পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, নাক, কান, গলা পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম, ফিজিওথেরাপি, ইসিজি ও মেডিকেল বোর্ড বসানো হয়। দুপুরের দিকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
এতে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবু তালেব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, যুগ্ম আহ্বায়ক মুহিদ উল্লাহ মুহিদ, যুগ্ম-আহ্বায়ক চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, সদস্য মুজিবুর রহমান চৌধুরী, সদস্য অ্যাডভোকেট একরামুল হুদা সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সেবাদানকারীদের মধ্যে ছিলেন ঢাকা থেকে আগত ডাক্তার সহ ২২ জন।
ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক আবু তালেব জানান,
রাত ১১ টা পর্যন্ত ফ্রী চিকিৎসা কার্যক্রম চলবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দেড় সহস্রাধিক রোগীকে সেবা দেয়া হবে বলে জানান উপজেলা আওয়ামী লীগের এ আহবায়ক।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত