মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::
মিরসরাইয়ে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নাজিরপাড়া এলাকাবাসীর উদ্যোগে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য, আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল। সমাবেশে প্রধান অতিথি মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নাজিরপাড়াকে মাদকমুক্ত এলাকা ঘোষনা দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথি মাহবুবুর রহমান রুহেল বলেন, মাদক যুব সমাজের মেধাকে ধ্বংস করে দেয়। দেশের উন্নয়নের স্বার্থে যুব সমাজকে মাদকের বিষাক্ত ছোবল থেকে বের হয়ে আসতে হবে। এরই জন্য এলাকার মানুষের সচেতনার পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। মিরসরাই পৌরসভার নাজিরপাড়ার মতো একদিন পুরো মিরসরাইকে মাদক মুক্ত ঘোষনা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সমাবেশে আনোয়ার হোসেন সুজনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, মাসিক মিরসরাই পত্রিকার সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য সেলিম উদ্দিন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছ হোসেন লিটন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত