ইপসার উদ্যোগে প্রবীণ ব্যক্তিদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সম্মাননা পেল ১০ শ্রেষ্ঠ প্রবীণ ও সন্তান

প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি আওতায়  বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক-২০২২ এর পুরস্কার বিতরণ  অনুষ্ঠান।

স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন(ইপসা)চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নে সমৃদ্ধি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি আওতায়  বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ সম্পন্ন হয়েছে।

দিনব্যাপি কর্মসূচিরর মধ্যে ছিল পুরস্কার বিতরন,তিন জন অসচ্ছল( চলাচলের) প্রবীণ ব্যক্তির মাঝে হুইল চেয়ার  বিতরন,৫ জন শ্রেষ্ঠ প্রবীণ ব্যক্তি ও  ৫ জন শ্রেষ্ঠ সন্তান সন্মাননা, তিন জন দরিদ্র  মাঝে  বিশেষ সঞ্চয় চেক হস্তান্তর,বয়স্কভাতা প্রদান।

উক্ত অনুষ্ঠানের প্রধাব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুমিনুল ইসলাম (মামুন)ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১ং সৈয়দপুর ইউনিয়ন)।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফুর রহমান( প্রধান নির্বাহী -ইপসা)।

উক্ত অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন শামসুল ইসলাম ভূইয়া( প্রবীণ কমিটির সভাপতি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনজুর মোরশেদ চৌধুরী(পরিচালক -ইপসা)
জনাব আবু বক্কর (প্রধান শিক্ষক – শেখেরহাট উচ্চ বিদ্যালয়) টিপু সুলতান (মেম্বার -৬নং ওয়ার্ড), জনাব সাহাব উদ্দিন ( মেম্বার)।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব গোলাম মহিউদ্দিন( এরিয়া ম্যানেজার)।

শেয়ার করুন