মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সামাজিক সংগঠন ‘কলরব সংঘ’র উদ্যোগে ‘স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতা-২০২২’ আয়োজন করা হয়। গত শনিবার (২৬ মার্চ) বিকিলে নগরীর পাথরঘাটাস্থ সংগঠন কার্যালয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র-টিইউসি’র কেন্দ্রীয় নেতা ফজলুল কবির মিন্টু। এর আগে ২৫ তারিখ সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন রঘাষনা করেন সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক প্রীতম দাশ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবক মোহাম্মদ হারুন, সংগঠনের উপদেষ্টা জয়ন্ত রাহা, রূপন কান্তি ধর এবং সংগঠনের আহ্বায়ক রবি শংকর সেন নিশান। আলোচনায় বক্তারা তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে পরিত্রাণ এবং মানসিক ও শারীরিক বিকাশের উদ্দেশ্যে ক্রীড়া আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
এছাড়া উপস্থিত ছিলেন কলরব সংঘ’র সংগঠক মুহাইমিন বর্ষন, হেন্দু কিংশুক, অন্তর শিকদার প্রমুখ। আলোচনা শেষে তিন বিভাগে ৬ জন দাবাড়–কে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের আগে ২৬ মার্চ সকালে কলরব সংঘ’র পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়।