চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক আবদুর রউফ পাটোয়ারী শনিবার রাত ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি এক ছেলে, চার মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুই যুগের বেশি সময় ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত ছিলেন।
আজ সকাল ৯টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে তাঁর প্রথম জানাযা অনুষ্টিত হয়। জানাযা শেষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজের সহ সভাপতি শহীদ উল আলম, সাবেক সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, প্রেস ক্লাবের সহ সভাপতি স. ম. ইব্রাহিম, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ, নির্বাহী সদস্য মহরম হোসাইনসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তাঁর মরদেহ গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজিতে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদে যোহর দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
সাংবাদিক আবদুর রউফ পাটোয়ারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। শোক বিবৃতিতে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, তাঁর মৃত্যুতে সিইউজে একজন নিবেদিত প্রাণ কর্মীকে হারিয়েছে। এ শূণ্যতা পূরণ হবার নয়। নেতৃবৃন্দ তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত