চমেক হৃদরোগ বিভাগের এনজিওগ্রাম মেশিন ৭ মাস ধরে অকেজো

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে একটি এনজিওগ্রাম মেশিন ৭ মাস ধরে অকেজো হয়ে পড়ে আছে।

একটি যন্ত্রাংশ (এক্স-রে টিউব) নষ্ট হওয়ায় সেবা বন্ধ রয়েছে প্রায় ৫ কোটি টাকা দামের মেশিনটির। নষ্ট হওয়া ওই যন্ত্রাংশের (এক্স-রে টিউব) খরচও প্রায় সোয়া কোটি টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দীর্ঘ দিন অকেজো পড়ে থাকায় সাধারণ রোগীরা এর সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

হৃদরোগ বিভাগ সূত্রে জানা গেছে, দুটি মেশিনে আগে দৈনিক ১৫-২০ জন রোগীর এনজিওগ্রাম করা যেত বিভাগে। তবে একটি মেশিন অকেজো থাকায় এখন দিনে ৭/৮টির বেশি এনজিওগ্রাম করা যাচ্ছে না। দীর্ঘ ৭ মাস ধরে এ ভাবেই চলছে।

শেয়ার করুন